Choose related option
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের এই তিনটির সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা, সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল হয়। এরই ধারাবাহিকতায় অভিভাবক দিবসে সম্মানিত অভিভাবকদের সাথে শিক্ষকদের এক নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা করা হয়। তাছাড়া অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে শিক্ষকমণ্ডলী পরবর্তী কর্মকৌশল প্রণয়ন করে থাকেন। বিশেষ প্রয়োজনে সকল শ্রেণীর অভিভাবকদের বিশেষ সভার আহবান করা হয়।
Working ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.