বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করতে চায়, চায় উজ্জীবিত, পরিচালিত ও উৎসাহিত করতে, যাতে ভবিষ্যতে নিজেকে গড়ার মাধ্যমে মাতৃভূমি বাংলাদেশের জন্য নিবেদিত হয় কর্ম ও আদর্শের মাধ্যমে। একটি অনন্য বৈশিষ্ট্যময় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের লক্ষ্য প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের আন্তরিকভাবে সহায়তা করা। প্রচেষ্টা থাকবে মানসিক , নৈতিক ও শারীরিক শিক্ষাসহ সর্বোতমুখী সার্বিক শিক্ষা দান করা যাতে একজন শিক্ষার্থী চৌকস গুনাবলির মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পাঠ্য বিষয় ছাড়াও ইংরেজিতে কথোপকথন ও যোগাযোগে যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। আর এরই লক্ষ্যে নার্সারি থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সন ( পর্যায়ক্রমে পরবর্তী শ্রেণিতে উন্নিত করা হবে) প্রতিষ্ঠা করা হয়েছে।
Working ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.