- সকল ছাত্র-ছাত্রীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম পড়ে আসতে হবে।
- স্কুল ব্যাজ ও নির্ধারিত জুতা নিয়মিত পড়ে আসতে হবে।
- সকল ছাত্র-ছাত্রীকে প্রয়োজনীয় খাতা ও রুটিন অনুসারে বই সঙ্গে নিয়ে স্কুলে আসতে হবে।
- ছাত্রদের চুল পরিমিতভাবে ছোট করে কাটতে হবে। ছাত্রীরা খোলা চুলে বিদ্যালয়ে আসতে পারবে না। চুল দুই বেণী করে সাদা ফিতা অথবা ব্যান্ড দিয়ে বেধে আসতে হবে।
- ছাত্রীরা গলায় চেইন, কানে বড় দুল, হাতে চুড়ি/বালা/আংটি ইত্যাদি পড়তে পারবে না। তবে ছোট রিং বা ছোট বসানো টপ পড়া যাবে।
- হাতে মেহেদী বা উল্কি আঁকা যাবে না। নখ বড় রাখা যাবে না ও নেইল পলিশ লাগানো যাবে না।
- কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না। মোবাইল ফোন পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে।
- কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে মাসিক মোট কার্যদিবসের ৭৫% দিন অনুপস্থিত থাকলে তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং TC. দেওয়া হবে।
- শ্রেণীতে কোন ছাত্র-ছাত্রী মারামারি, ঝগড়াঝাঁটি, গালিগালাজ ইত্যাদি অশালীন আচরণ করলে তাকে TC. দেওয়া হবে।
- সুনির্দিষ্ট কারণ ছাড়া একমাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
- বিদ্যালয়ে স্টিলের স্কেল ব্যবহার করা যাবে না।